Home About Us History of District Judiciary
গাইবান্ধা বিচার বিভাগের ইতিহাস
বিচার বিভাগ, গাইবান্ধার গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। ১৮৭৫ সালে গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ, সাদুল্লাপুর, পলাশবাড়ী, ফুলছড়ি ও সাঘাটা নিয়ে গাইবান্ধা মহকুমা নামে একটি মহকুমা স্থাপন করা হয়। ১৯৮৪ সালের আগে গাইবান্ধা মুন্সেফ আদালত ও সাব-জজ আদালত এবং সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিও) ম্যাজিস্ট্রেট আদালত ছিল। ১৯৮৪ সালে জেলা জজ আদালত, গাইবান্ধা ও জেলা ম্যাজিস্ট্রেট আদালত প্রতিষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা জজ আদালতে জনাব এম কে রায় প্রথম জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করেন। উপজেলা স্থাপন হওয়ার আগে গাইবান্ধা জেলা জজ আদালতে জেলা জজ আদালত, সাব-জজ আদালত ও মুন্সেফ আদালত ছিল। ১৯৮৪ সালে উপজেলা প্রতিষ্ঠা হওয়ার পর প্রতিটি মুন্সেফ আদালতের মোকদ্দমাসমূহ জেলার নব সৃজিত উপজেলার আঞ্চলিক এখতিয়ারসম্পন্ন আদালতে প্রেরিত করা হয়। তখন গাইবান্ধায় শুধুমাত্র জেলা জজ আদালত, সাব-জজ আদালত ও গাইবান্ধা সদর মুন্সেফ আদালত ছিল। পরবর্তীতে সদর মুন্সেফ আদালত ও উপজেলা মুন্সেফ আদালতসমূহকে সহকারী জজ আদালত নামে গণ্য করা হয়। অপরদিকে ম্যাজিস্ট্রেট আদালতের মামলাসমূহ উপজেলায় প্রতিষ্ঠিত ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। ১৯৯২ সালে পুরাতন কাচারী বাজারে অবস্থিত জেলা ম্যাজিস্ট্রেট আদালত সহ অধীন ম্যাজিস্ট্রেট আদালতসমূহ এবং জেলা জজ আদালত ও তার অধীন আদালতসমূহ দক্ষিণ ধানঘড়া (গোবিন্দপুর মৌজা) নামক জায়গায় স্থানান্তরিত হয়। অতঃপর ৩০-০৬-১৯৯৩ সালে উপজেলাসমূহ হতে সকল আদালতের কাযর্ক্রম বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয়।
সাংবিধানিক দায়বদ্ধতার ভিত্তিতে বিখ্যাত মাসদার হোসেন মামলার রায়ের প্রেক্ষিতে সরকার ফৌজাদারী মামলাসমূহের বিচারিক কাযর্ক্রম পরিচালনার নিমিত্ত ম্যাজিস্ট্রেসিকে নির্বাহী বিভাগ হতে গত ০১-১১-২০০৭ সালে পৃথক করেন। তখন বাংলাদেশের ৬৪ জেলায় পৃথক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি গঠন করা হয় এবং গাইবান্ধা জেলায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কাযর্ক্রম শুরু হয়। নবগঠিত এই আদালতের প্রধান হিসেবে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-এর পদটি অলংকৃত করেন জনাব মোঃ আব্দুস সালাম।পরবর্তীতে গত ১০-০৩-২০১৩ সালে গাইবান্ধা জেলা হতে একটি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গোবিন্দগঞ্জ উপজেলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোবিন্দগঞ্জ (চৌকি) আদালত নামে স্থানান্তর করা হয়। জেলা ও দায়রা জজ আদালত, গাইবান্ধার অধীনে ০২ টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, ০২ টি যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত, ০১ টি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ০৭ টি সিনিয়র/সহকারী জজ আদালত (গোবিন্দগঞ্জ চৌকি আদালত সহ) রয়েছে। বর্তমানে গাইবান্ধা জেলায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পাশাপাশি ০৪ (চার) টি (গোবিন্দগঞ্জ চৌকি আদালত সহ) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও ০৫ (পাঁচ) টি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে। এছাড়াও গাইবান্ধায় ০২ টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রয়েছে যাতে ০২ জন জেলা ও দায়রা জজ পদমর্যাদার দুজন বিচারক কর্মরত আছেন।